সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু ও বিপুল পরিমাণ কসমেটিকস আটক
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) বিভিন্ন বিওপি টিম এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও এলাকায় বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
একই রাতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি এলাকা থেকে চারাগাঁও বিওপি ২টি ভারতীয় গরু আটক করে। সীমান্ত পিলার ১১৯৪/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে এই অভিযান চালানো হয়। এই গরুগুলোর মূল্য প্রায় ১ লাখ টাকা।
অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শ্বশানঘাট এলাকা থেকে নারায়নতলা বিওপি ভোরে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ২,৩৪১ পিস কসমেটিকস জব্দ করে, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬৪ হাজার টাকা।
সব মিলিয়ে আটককৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৯ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, “আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালান বৃদ্ধির আশঙ্কায় বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে। আটক গরু ও কসমেটিকস যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে।”