শ্রমিক পেনশন ও নিরাপদ কর্মস্থলের দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন-সমাবেশ অনুষ্ঠিত
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘শ্রমিক পেনশন’, নিরাপদ ও নারীবান্ধব কর্মস্থলের দাবিতে এবং কর্মক্ষেত্রে নিহত প্রায় পঞ্চাশ হাজার শ্রমিকের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ এবং জাতীয় শ্রমিকধারার যুগ্ম আহ্বায়ক ছানু তালুকদার।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, “নতুনধারা বাংলাদেশ এনডিবি গত ১২ বছর ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা টি-শার্ট ছাপানো কিংবা লোক দেখানো কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নই, বরং সরাসরি শ্রমিকদের পাশে থেকে, কারখানা কারখানায় গিয়ে সচেতনতা তৈরি করছি।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের জন্য পেনশন চালু, মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীতকরণ এবং প্রতিটি কর্মস্থলে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা বারবার সরকারের কাছে দাবি জানিয়ে আসছি।”
নেতৃবৃন্দ অভিযোগ করেন, কথায় কথায় শ্রমিক ও কৃষকদের হাতিয়ার বানিয়ে যারা ক্ষমতায় আসে, তারা দেশে বরং বৈষম্য বাড়াচ্ছে। এ সময় তাঁরা দুর্নীতিগ্রস্ত আমলা, সরকারের উপদেষ্টা ও সিন্ডিকেটকারী ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করে প্রতিহত করার আহ্বান জানান।
সমাবেশ শেষে নিহত শ্রমিকদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।