জামালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদলের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকালে জামালপুর শহরের স্টেশন রোডস্থ দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়। পরে শহীদ হারুন সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী যুবনেতা এম শুভ পাঠান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদলের নেতা মোঃ সুলতান মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন হৃদয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাসেম হাসু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেকা যুবদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়, তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্ত, এবং জিয়া সাইবার ফোর্স জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু তালহা।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক মোঃ ঝুটন মিয়া, জেলা যুবদল নেতা লিটন মিয়া, যুব পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, সহ-সভাপতি আশিক মিয়া, মিন্টু মিয়া, দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মহান মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শ্রমিকদলের ভূমিকার কথা তুলে ধরেন।