হবিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও হবিগঞ্জ জেলা কমিটির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়কে জেলা শাখার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাংবাদিক মোঃ মমিনুর রহমান শাইন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব সাংবাদিক মোঃ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক উজ্জ্বল বনিক, আজিজুল ইসলাম আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আজিজুল ইসলাম হৃদয়, মীর সাজন, সিনিয়র সদস্য সাংবাদিক আব্দুল কাদির কাজল, সাংবাদিক মুজিবুর রহমান ও লাখাই উপজেলা শাখার সাবেক সভাপতি এম এ ওয়াহেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হক রেনু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরকার, চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি সুরুজ আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।
সভায় বক্তারা সাংবাদিকদের ঐক্য, অধিকার রক্ষা ও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তুলে তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করতে হবে। ১৯৮২ সাল থেকে জাতীয় সাংবাদিক সংস্থা সারা দেশের ৬৪ জেলায় এবং প্রতিটি উপজেলায় কমিটি গঠন করে সাংবাদিকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
তিনি আরও বলেন, “আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, সংগঠনের জন্য নিরলসভাবে শ্রম দিচ্ছেন—আমরা আপনাদের পাশে আছি এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভা শেষে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।