কালাইয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মে দিবসের ইতিহাস, শ্রমিকদের অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিয়ে আলোকপাত করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও আব্দুর রউফ, জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দেওয়া উচিত। অন্যায়ভাবে কোনো শ্রমিকের সঙ্গে অমানবিক আচরণ বা নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মালিক ও শ্রমিক একসাথে কাজ করলেই গড়ে উঠবে উন্নত দেশ।”
তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।