পেহেলগাম হামলার পর উত্তেজনা:
পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর মধ্যেই পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত। বুধবার (৩০ এপ্রিল) রাতে নয়াদিল্লি এ সিদ্ধান্ত নেয়, যা ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ভারতীয় কর্তৃপক্ষ এক ‘নোটাম’ জারি করে জানায়, পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত কিংবা ভাড়া বা ইজারা নেয়া কোনো বাণিজ্যিক বা সামরিক বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
এর আগে, সোমবার পাকিস্তানও ভারতের উড়োজাহাজের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। তবে দু’দেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এর আগেই উভয় দেশ একে অপরের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছিল।
বিশ্লেষকরা বলছেন, ভারতের এ সিদ্ধান্তে পাকিস্তানের এয়ারলাইন্সগুলোকে চীন ও শ্রীলঙ্কার আকাশসীমা ব্যবহার করে ঘুরপথে যাত্রা করতে হবে। ফলে সময় ও খরচ উভয়ই বাড়বে। একইভাবে ভারতের বিমান সংস্থাগুলোকেও দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক যাত্রায়।
গত এক সপ্তাহ ধরে পেহেলগাম হামলার পর পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চলছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে হামলার জন্য দায়ী করেনি, তবে ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে।
পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশ ও স্থলসীমান্ত বন্ধসহ নানা প্রতিক্রিয়া জানিয়েছে।
এ অবস্থায় আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক ব্রিফিংয়ে বলেন, “আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের বলেছি, যেন কেউ এমন কোনো পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে।”