লাখাইয়ে পুলিশের অভিযানে ৩ শত গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৩
লাখাই উপজেলার শিবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ শত গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, লাখাই উপজেলার স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এম এ ফারুক সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে শিবপুর গ্রামে অভিযান চালান। অভিযানে শিবপুর গ্রামের মৃত এনাম কাজীর ছেলে তৌহিদ কাজী (৬২), মহাজ উদ্দীনের ছেলে জুনাইদ মিয়া (৩০) এবং মরমপুর গ্রামের মৃত আঃ নুরের ছেলে আওয়াল মিয়া (৪৫)– এই তিনজনকে ৩ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রথমে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রে এবং পরে লাখাই থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।”
স্থানীয়ভাবে এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের পদক্ষেপ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে।