বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় হ্যামকো গ্রুপের পরিচালক কারাগারে
খুলনার খালিশপুর থানা বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় হ্যামকো গ্রুপের পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আবদুল্লাহ আল মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৯ এপ্রিল) খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত বছর ৪ আগস্ট খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনার প্রায় এক মাস পর ৩০ আগস্ট মহানগর বিএনপির সদস্য ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ শাহিনুল ইসলাম পাখি বাদী হয়ে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, সেদিন কার্যালয়ের ড্রয়ার ভেঙে নগদ অর্থ, ফ্যানসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।
মামলায় হ্যামকো গ্রুপের পরিচালকসহ ১৮০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়।
হ্যামকো গ্রুপের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জানিয়েছেন, আবদুল্লাহ আল মাহমুদ উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনি নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন, কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।