চাঁপাইনবাবগঞ্জের ঘুঘুডিমায় হিংস্র কুকুরের কামড়ের শিকার হয়ে ৪০ টির অধিক গৃহপালিত পশু ও মানুষ আহত
চাঁপাইনবাবগঞ্জ কুকুরের কামড়ে ৩০ টা ছাগল গরু ও হাঁসের ওপর হামলার ঘটনা ঘটেছে । ২৮ এপ্রিল সোমবার বিকল ৪ টার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২ নং গোবরাতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘুঘুডিমা গ্রামে এই ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ টি কুকুর ঘুঘুডিমা গ্রামের সুইচগেট পাড়া, কালিতলা, ও স্কুল পাড়া কিছু সংখ্যক কুকুর বাড়ি ঘরের সামনে বেধে রাখা গরু, ছাগলের ওপর হামলা চালায়, একে একে পুরো ঘুঘুডিমা গ্রামের সকল পাড়ায় আক্রমণ চালিয়ে ৩০ টির ও অধিক ছাগল, ৬ টি গরু ও একজন বৃদ্ধার ওর হামলা চালায় । পরে গ্রামবাসী সকলে মিলে কুকুর গুলোকে ধাওয়া করে এবং ১ টি কুকুরকে তারা মেরে ফেলতে সক্ষম হয় । বাকি একটি কুকুর পালিয়ে যায় । তারা সেই কুকুর টিকেও খুঁজে মেরে ফেলার চেষ্টা করছে ।
এই ঘটনার পর থেকেই স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয় । সেখানকার স্থানীয় একজন পশু চিকিৎসক বলেন, আজ বিকেলে হঠাৎ করে শুনি কিছু কুকুর ঘুঘুডিমা গ্রামের প্রতিটি পাড়ায় অনেক গুলো ছাগল ও গরুর ওপর হামলা চালায় । আমি এসে প্রায় সব গুলো প্রাণীকেই ভেকসিন করি । ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এগুলো সুস্থ হয়ে যাবে । এই সময় তিনি সকলকে গরু ছাগল ছাড়ার সময় হিংস্র পশুর আক্রমন থেকে রক্ষা পাবার জন্য সজাগ থাকার আহ্বান জানান ।