জামালপুর সদরের নারিকেলি কুমার পাড়ায় সন্ত্রাসী হামলা, নারী-শিশুসহ আহত অনেক
জামালপুর সদর উপজেলার নারিকেলি কুমার পাড়া গ্রামে সন্ত্রাসী হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত কয়েকজন গুরুতর আহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, স্থানীয় এম কামরুল ইসলামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্যাং পরিকল্পিতভাবে হামলা চালায়।
ভুক্তভোগীরা জানান, এম কামরুল ইসলাম, লিটন ফকির, হারুন অর রশীদ গেন্দা, নারিকেলির মিলনসহ তাদের সহযোগীরা হঠাৎ করে গ্রামের মানিকের দোকানের সামনে এসে বসে থাকা নিরীহ লোকজনদের উপর হামলা চালায়। দোকান ভাঙচুর করে দোকানের মালামাল লুটে নেয়। এরপর রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে আশপাশের বাড়িঘর ও ধানক্ষেতে হামলা চালায় তারা।
হামলায় নারী ও শিশুরাও রেহাই পায়নি। স্থানীয় আব্দুর রাজ্জাকের স্ত্রীকে পিটিয়ে তার হাত ভেঙে দেয় হামলাকারীরা। ইসমাইল নামের এক ব্যক্তি বর্তমানে মৃত্যু শয্যায় রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও একজন বৃদ্ধা মহিলা হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে ভয় পাচ্ছে এবং হামলাকারীদের হুমকির মুখে চিকিৎসা দিতে গড়িমসি করছে।
এলাকাবাসীর অভিযোগ, হামলার পর গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেকে ভয়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েছেন। পুরো এলাকায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারা দাবি জানান, হামলার সঙ্গে জড়িত কামরুল ও তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।