লবনচরা প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
খুলনার লবনচরা প্রেসক্লাবের উদ্যোগে একটি মতবিনিময় সভা আজ বিকাল ৪ টায় রূপসা ব্রিজের উত্তরপাশে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
লবনচরা প্রেসক্লাবের সভাপতি বি এম রাকিব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, “লবনচরা প্রেসক্লাব একটি আদর্শ ও সুসংগঠিত প্রেসক্লাব। এই প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে সকল ধরনের সহযোগিতা পাবেন। আমরা সকলকে দায়িত্বশীল, নিষ্ঠাবান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানাচ্ছি।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, প্রেসক্লাবের ভবিষ্যৎ সাফল্য কামনা করে সকলের সহযোগিতা আশা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, সহ-সভাপতি কাজী জুবায়ের আলম, সম-হাফিজুল, মো: মামুন, যুগ্ম সম্পাদক এস এম জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক শেখ রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মোসলেউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস, দপ্তর সম্পাদক মো: রবিউল হোসেন খান, প্রচার সম্পাদক কাজী রায়হান তানভীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর ফারুক, নির্বাহী সদস্যরা – ওবায়দুল হক তালুকদার, এনামুল হক এনাম, আরিফুর রহমান সোহেল, মো: শাহাবুদ্দিন, মো: খুলিলুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্যরা – জাহাঙ্গীর আলম রায়হান, বাদশা আলম, লিটন চৌধুরী, আলমগীর হোসেন, মো: মহিউদ্দিন খান, মো: বাবুল সানা, উত্তম কুমার চক্রবর্তী, আব্দুল্লাহ আল মামুন, মো: মিজানুর রহমান, গোলাম রসুল বাদশা, মো: সবুজ হাওলাদার, মো: আরিফ হোসেন, মো: আসাদুজ্জামান ডাবলু, শিমুল মোল্লা, শওকত আলী খান, সজীব হাসান মাসুম প্রমুখ।
সভা শেষে, প্রেসক্লাবের সদস্যরা একযোগে বিশেষ মোনাজাত করে সকলের সুস্থতা ও প্রেসক্লাবের সার্বিক মঙ্গল কামনা করেন।