অচেনা দু’জন মানুষ, একইরকম দেখতে!
অদ্ভুত হলেও সত্য-দুই অচেনা মানুষ, তবে অবিকল একই রকম দেখতে! একজন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, অপরজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী মো. বেনু মিয়া।
গুগলের সিমিলার ফেস (Similar Face) সফটওয়্যারেও এই চেহারার অদ্ভুত সাদৃশ্য ধরা পড়েছে। শুধু মুখাবয়ব নয়, দুজনের আচরণ ও ব্যক্তিত্বেও মিল রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মাধবপুরের ব্যবসায়ী বেনু মিয়া বলেন, “সায়েম সোবহান আনভীর অত্যন্ত সফল ও সম্মানিত ব্যবসায়ী। কখনো দেখা হলে তার সঙ্গে ছবি তোলার ইচ্ছা আছে। আমি তার মঙ্গল কামনা করি।”
মাধবপুরের তরুণ শিল্পোদ্যোক্তা মো. শানু মিয়া বলেন, “শুধু চেহারাই নয়, ব্যক্তিত্বেও তারা যেন একই রকম। সবই আল্লাহর ইচ্ছা। আমাদের খুব ইচ্ছে একদিন এ দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে দেখতে।”
স্থানীয়দের এই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে এখন বেনু মিয়া ও সায়েম সোবহান আনভীরের এই অদ্ভুত সাদৃশ্য।