চিরিরবন্দরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট মাঠে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মজিবর রহমান শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুর এ আলম সিদ্দিকী নয়ন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরে আলম সরকার দুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার, উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুস সালাম নূরী এবং আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন মুকুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে দলের আদর্শ, লক্ষ্য এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।