কালাইয়ে পহেলা মে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, কালাই বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কালাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও আব্দুর রউফ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল আলিম, উপজেলা ওলামা সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন এবং কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ।
সভায় শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় পহেলা মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয় এবং দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের পরিকল্পনা গৃহীত হয়।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ১লা মে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। তিনি সবাইকে ঐদিন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।