জয়পুরহাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও দাওয়াতী বুথ উদ্বোধন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শহর শাখার উদ্যোগে গণসংযোগ ২০২৫ উপলক্ষে একটি দাওয়াতী বুথ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট এলাকায় (পাঁচুর মোড়) এ বুথের উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।
বুথ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, শহর আমীর মাওলানা আনোয়ার হোসাইন, সদর আমীর মাওলানা ইমরান হোসাইন, শহর নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুর রহিম, শহর সেক্রেটারি মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কেবল একটি রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং তা সকল মুসলমানের দায়িত্ব। জামায়াতে ইসলামী সেই দায়িত্ব পালন করছে বলেই দেশের মানুষ তাদের প্রতি আস্থা রাখছে। আগামী জাতীয় নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জামায়াতকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, জামায়াতে ইসলামী সারা দেশে ধারাবাহিকভাবে দাওয়াতী কার্যক্রম ও বুথ স্থাপন করছে জনগণের মাঝে তাদের আদর্শ তুলে ধরার লক্ষ্যে।