জয়পুরহাটে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়পুরহাট জেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা শহরের বৈরাগীর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধনে পরিণত হয়।
মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগকে ‘গণতন্ত্র ও মানবাধিকারের শত্রু’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার দাবি জানান। এছাড়া সাম্প্রতিক সময়ে সংঘটিত alleged ‘গণহত্যা’র বিচার দাবি করেন তারা।
এসময় বক্তব্য রাখেন ওরিয়ার্স অফ জুলাই, জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব রাসেদুল ইসলাম, সদস্য মোরসালিন ইসলাম, সহ-মুখপাত্র মোছা: শিফা, শিক্ষার্থী বোরহান উদ্দিন, গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সালেহুর রহমান সজীব ও রাহিছুল ইসলাম।
বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার হরণ, বিরোধী মত দমন ও নিরাপরাধ মানুষের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। এদের বিরুদ্ধে অবিলম্বে বিচার শুরু করতে হবে এবং দলটিকে নিষিদ্ধ করতে হবে।”
এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান।