বিয়ের দাবিতে রাজশাহীতে ইউপি সদস্যের বাড়িতে দুই দিন অনশন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক নারী দুই দিন ধরে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন। অভিযুক্ত ইউপি সদস্য বর্তমানে পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার তারাপুর এলাকার পশ্চিম কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অনশনরত নারী একই এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত রুবেলের দূর সম্পর্কের চাচি। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয় বাসিন্দা সৌখিন হোসেন জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুবেল মেম্বারের নিজ বাড়িতে অনশন করছেন ওই নারী। তবে ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছেন। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, “রুবেল আমার দূর সম্পর্কের ভাসুরের ছেলে। গত চার বছর ধরে আমাদের শারীরিক সম্পর্ক রয়েছে। রুবেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে বারবার প্রতারিত করেছে। এবার ঈদের পর বিয়ের কথা ছিল, কিন্তু সে এখন আমাকে অস্বীকার করছে। আমি চাই সে আমাকে বিয়ে করুক।”
বৃহস্পতিবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনশনরত নারীকে তার মা ও বোনের জিম্মায় দিয়ে দেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দুলাল হোসেন বলেন, “রুবেল মেম্বারের বড় স্ত্রী থানায় এসে অভিযোগ করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে বুঝিয়ে পরিবারের কাছে হস্তান্তর করি।”
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম. নূর হোসেন নির্ঝর বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে অভিযুক্ত ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলকে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিজ বাড়িতেও অনুপস্থিত ছিলেন।