আলোচনায় বসার আহ্বান ছাত্রকল্যাণ পরিচালকের, অনড় কুয়েটের শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর চলমান আন্দোলন ঘিরে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। তিনি বলেন, “যেকোনো সংকট সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। আমরা চাই শিক্ষার্থীরা আমরণ অনশনের পথে না গিয়ে আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান করুক।”
তবে প্রশাসনের এই আহ্বান সত্ত্বেও শিক্ষার্থীরা তাঁদের পূর্বঘোষিত আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসেননি। তাঁরা প্রশাসনের ওপর চাপ অব্যাহত রাখতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী ছাত্রকল্যাণ পরিচালক রাজু আহমেদ, ইইই বিভাগের অধ্যাপক মো. আশরাফুল গনি ভূঁইয়া এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেনসহ অন্যান্য শিক্ষকরা। তাঁরা সবাই শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানিয়ে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দেন।
প্রসঙ্গত, কুয়েটের শিক্ষার্থীরা বেশ কিছু দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে প্রশাসনিক স্বচ্ছতা, শিক্ষার্থীদের ওপর হয়রানি বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের দাবি অন্যতম।