জয়পুরহাটে দোকান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন
জয়পুরহাট পৌরসভার আওতাধীন দোকানঘরগুলোর ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে পৌরসভার দোকানঘরগুলো ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। হঠাৎ করে কয়েকগুণ ভাড়া বাড়িয়ে একটি নোটিশ দেয় পৌরসভা কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত তাদের জন্য অযৌক্তিক ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তারা।
অবস্থান কর্মসূচির এক পর্যায়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে আগের নিয়মে ভাড়া নির্ধারণ এবং ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
ব্যবসায়ীরা জানান, দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারাও।