আহ্বায়ক খোকন চন্দ্র গোপ, সদস্য সচিব বাহার উদ্দিন
বুল্লা বাজার ব্যকস’র আহ্বায়ক কমিটি গঠন
লাখাই উপজেলার বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পূর্বের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে রবিবার (২০ এপ্রিল) বিকেলে বুল্লাবাজারে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক।
সভায় বিদায়ী সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী গত তিন বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
পরবর্তীতে সর্বসম্মতিক্রমে বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ-কে আহ্বায়ক এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. বাহার উদ্দিন-কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক: নিজাম উদ্দিন সুজন মেম্বার, নজরুল ইসলাম মেম্বার
সদস্য: সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম জসিম, সাবেক ব্যকস সভাপতি জিয়া উদ্দিন মেলু, মহসিন সাদেক, দুলাল আহমেদ, রিপন মিয়া, আব্দুল গাফফার ও ফারুক মিয়া।
সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে বুল্লাবাজার ব্যকস-এর নির্বাচন আয়োজন করবে এবং সে লক্ষ্যে একটি হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করা হবে।