ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েটে সন্ত্রাসী হামলার বিচার নিশ্চিত না হলে পাঠদানে ফিরবেন না শিক্ষকরা: শিক্ষক সমিতির হুঁশিয়ারি

রবিউল হোসন খান, খুলনা জেলা প্রতিনিধি::

কুয়েটে সন্ত্রাসী হামলার বিচার নিশ্চিত না হলে পাঠদানে ফিরবেন না শিক্ষকরা: শিক্ষক সমিতির হুঁশিয়ারি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসীদের হাতে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পাঠদানে ফিরবেন না শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় জানানো হয়, ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকরা একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। একই সঙ্গে শিক্ষকসমাজ ঐক্যবদ্ধ থাকবে এবং ভবিষ্যতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীকে সহযোগিতা করা হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় ভিসির পদত্যাগের দাবিকে ‘অনুমান নির্ভর ও বাস্তবসম্মত নয়’ বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করা হয়। শিক্ষক নেতারা বলেন, এই দাবি অযৌক্তিক এবং তা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

এছাড়া, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুককে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—প্রভাষক নাহইয়ান আহনাফ প্রতীক (সিএসই), কানিজ ফাতেমা মিশকা (টিই), ও জাহিদ হাসান আশিক (আইপিই)। কমিটি শারীরিক লাঞ্ছনা ও সাইবার বুলিং সংক্রান্ত তথ্য সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত সভার কার্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

কুয়েটে সন্ত্রাসী হামলার বিচার নিশ্চিত না হলে পাঠদানে ফিরবেন না শিক্ষকরা: শিক্ষক সমিতির হুঁশিয়ারি

আপডেট সময় ০৬:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসীদের হাতে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পাঠদানে ফিরবেন না শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় জানানো হয়, ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকরা একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। একই সঙ্গে শিক্ষকসমাজ ঐক্যবদ্ধ থাকবে এবং ভবিষ্যতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীকে সহযোগিতা করা হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় ভিসির পদত্যাগের দাবিকে ‘অনুমান নির্ভর ও বাস্তবসম্মত নয়’ বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করা হয়। শিক্ষক নেতারা বলেন, এই দাবি অযৌক্তিক এবং তা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

এছাড়া, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুককে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—প্রভাষক নাহইয়ান আহনাফ প্রতীক (সিএসই), কানিজ ফাতেমা মিশকা (টিই), ও জাহিদ হাসান আশিক (আইপিই)। কমিটি শারীরিক লাঞ্ছনা ও সাইবার বুলিং সংক্রান্ত তথ্য সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত সভার কার্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়।