চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, নগরীতে চাঞ্চল্য
খুলনা নগরীতে চালককে নির্মমভাবে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর কুয়েট বাইপাস কাঠমুন্ডু এলাকার পাশের একটি চিংড়িখাল থেকে ইজিবাইক চালক নুর ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দড়িও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত নুর ইসলাম আড়ংঘাটা থানাধীন ঝাউতলা এলাকার ময়ুর উদ্দিনের ছেলে। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তুহিন উজ জামান জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থানীয়রা কুয়েট বাইপাস সড়কের পাশে চিংড়িখালে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে নুর ইসলামের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, মরদেহটি দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে, হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নিয়ে তা গুমের চেষ্টা করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর দেখা গেছে, তার ব্যবহৃত ইজিবাইকটি নিখোঁজ রয়েছে। দুর্বৃত্তরা সেটি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চলছে বলে জানিয়েছেন আড়ংঘাটা থানার ওসি।
এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।