"শিক্ষাই জাতির মেরুদণ্ড, অগ্রগতির মূলমন্ত্র হোক শিক্ষা"
দোহার কলেজ শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার দোহার উপজেলার শিক্ষা উন্নয়নে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সকালে জয়পাড়া কলেজের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শুধুমাত্র শিক্ষকরা নয়, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে।” তাঁরা আরো বলেন, “প্রতিটি শিক্ষার্থী যখন মা-বাবার স্বপ্ন নিয়ে কলেজে আসে, তখন তাদের পথচলায় নজরদারি থাকা অত্যন্ত জরুরি। অনেক শিক্ষার্থী ক্লাসে না গিয়ে গেটের বাইরে আড্ডা দিয়ে সময় নষ্ট করে। এ প্রবণতা রোধে সবাইকে সচেতন হতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন-জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাকিব ফারুকী, পদ্মা সরকারি কলেজের প্রভাষক এমারত হোসেন ইমরান, কোঠাবাড়ি কলেজের অধ্যক্ষ রথীন্দ্রনাথ দত্ত, বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিদ্দিকুর রহমান।
এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন- জয়পাড়া কলেজের সহকারী অধ্যাপক নাসরিন খানম ও আব্দুল কুদ্দুস মিয়া, বেগম আয়েশা কলেজের ভবতোষ সাহা, মালিকান্দা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক তারেক রাজীব, সেলিম হোসেন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্ব দেন এবং সুশিক্ষার পরিবেশ রক্ষায় শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।