সকলের দৃষ্টি আকর্ষণ:
আমার নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র
সাম্প্রতিক সময়ে আমার নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তিকে ফোন করে এবং সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের সুপারিশ, চাঁদা দাবি ও আর্থিক লেনদেনের কথা বলছে। এসব কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।
এই প্রতারকচক্রের বিরুদ্ধে আমি জামালপুর থানায় একটি প্রাথমিক অভিযোগ দায়ের করেছি এবং বিষয়টি প্রশাসনের কিছু কর্মকর্তাকেও অবহিত করেছি।
আমি পরিষ্কারভাবে জানাতে চাই, আমার একটি মাত্র ফেসবুক আইডি রয়েছে—এই আইডি ছাড়া অন্য কোনো মাধ্যম বা ভুয়া আইডি থেকে কেউ যোগাযোগ করলে তা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর ও প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে।
সবাইকে অনুরোধ করব—আমার নামে বা পরিচয়ে কেউ ফোন করে কোনো অনুরোধ বা আর্থিক লেনদেনের কথা বললে সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করুন এবং প্রতারণার ফাঁদে পা দেবেন না।
সকলের নিরাপত্তা ও সতর্কতার স্বার্থে এই বার্তা পৌঁছে দিতে অনুরোধ রইল।
— জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি