রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির র্যাফেল ড্র অনুষ্ঠিত
রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য আয়োজিত র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন এবং মাসুদুর রহমান রিঙ্কু। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নূর কুতুবি আলম মুনু।
রমজান মাসজুড়ে ৫০০ টাকার কেনাকাটায় ক্রেতাদের মাঝে একটি করে কুপন বিতরণ করা হয়। ঈদপূর্ব কেনাকাটায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে এবং সেই কুপন দিয়েই র্যাফেল ড্র-তে অংশ নেয়।
র্যাফেল ড্র অনুষ্ঠানটি সরাসরি দর্শকদের সামনে আয়োজিত হয়। ড্র চলাকালীন সময় ছিল মনোরম সাংস্কৃতিক পরিবেশনা, যা নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী দর্শকদের মন জয় করে নেয়।
সৌভাগ্যবান বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একজন পেয়েছেন একটি সুজুকি জিকসার মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ছিল একটি দুই দরজার ফ্রিজ। এছাড়া মোট ১০১টি পুরস্কার বিতরণ করা হয়।
যারা উপস্থিত ছিলেন না, তাদের আগামী সাত দিনের মধ্যে নির্ধারিত কুপন সহ রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
ক্রেতাদের সুবিধা, মানসম্মত পণ্য ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী নিউমার্কেট ক্রেতাদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।