ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একদফা দাবিতে কুয়েটে গ্রাফিতি কর্মসূচি শিক্ষার্থীদের

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন মাসুদের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার ভবনের দেয়াল থেকে শুরু করে পর্যায়ক্রমে অডিটোরিয়ামসহ বিভিন্ন ভবনের দেয়ালে প্রতিবাদী স্লোগান লিখে তারা এই কর্মসূচি চালিয়ে যান।

গ্রাফিতিতে লেখা হয়েছে— “ভাই ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার”, “এখানে সমস্ত ক্ষমতাধর নিজেকে ভাবিছে ঈশ্বর”, “একদফা এক দাবি, ভিসি মাসুদের পদত্যাগ চাই”, “দালাল মাসুদকে না বলুন” এবং “ভিসি গদি ছাড়”। শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচিকে ‘শোকের গ্রাফিতি, একদফা ডাক’ হিসেবে অভিহিত করেছেন।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী গালিব রাহাত বলেন, “আমাদের মধ্যে যে ক্ষোভ জমে আছে, সেটা আমরা প্রকাশ করতে চাই। আমাদের অভিভাবক ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস স্যারকে জানাতে চাই যে আমরা ভালো নেই, আমরা কষ্টে আছি। রাতে ঘুমাতে পারি না। আমরা আমাদের একদফা দাবিতে এখনো অটল আছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না।”

উল্লেখ্য, কুয়েট শিক্ষার্থীরা কয়েকদিন ধরেই ভিসির অপসারণের দাবিতে আন্দোলন করে আসছেন। গ্রাফিতির মতো সৃজনশীল প্রতিবাদ কর্মসূচি এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫১৭ বার পড়া হয়েছে

একদফা দাবিতে কুয়েটে গ্রাফিতি কর্মসূচি শিক্ষার্থীদের

আপডেট সময় ০৬:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন মাসুদের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার ভবনের দেয়াল থেকে শুরু করে পর্যায়ক্রমে অডিটোরিয়ামসহ বিভিন্ন ভবনের দেয়ালে প্রতিবাদী স্লোগান লিখে তারা এই কর্মসূচি চালিয়ে যান।

গ্রাফিতিতে লেখা হয়েছে— “ভাই ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার”, “এখানে সমস্ত ক্ষমতাধর নিজেকে ভাবিছে ঈশ্বর”, “একদফা এক দাবি, ভিসি মাসুদের পদত্যাগ চাই”, “দালাল মাসুদকে না বলুন” এবং “ভিসি গদি ছাড়”। শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচিকে ‘শোকের গ্রাফিতি, একদফা ডাক’ হিসেবে অভিহিত করেছেন।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী গালিব রাহাত বলেন, “আমাদের মধ্যে যে ক্ষোভ জমে আছে, সেটা আমরা প্রকাশ করতে চাই। আমাদের অভিভাবক ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস স্যারকে জানাতে চাই যে আমরা ভালো নেই, আমরা কষ্টে আছি। রাতে ঘুমাতে পারি না। আমরা আমাদের একদফা দাবিতে এখনো অটল আছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না।”

উল্লেখ্য, কুয়েট শিক্ষার্থীরা কয়েকদিন ধরেই ভিসির অপসারণের দাবিতে আন্দোলন করে আসছেন। গ্রাফিতির মতো সৃজনশীল প্রতিবাদ কর্মসূচি এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।