অভিযুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে প্রতিবাদের ঝড়
হবিগঞ্জে সিনিয়র সাংবাদিক আব্দুল জলিলকে চড়থাপ্পড়
হবিগঞ্জে দৈনিক জনতার জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক ডা. শেখ এম. এ. জলিলের ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী (নুরুল আমীন) এর বিরুদ্ধে। ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনজীবী সনদ বাতিলের দাবি জানিয়ে সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সাংবাদিক জলিল মাসখানেক আগে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনোয়ার আলীর চেম্বারে শিক্ষানবীশ আইনজীবী রুমা আক্তারকে গ্রাউন না পড়তে অনুরোধ করেছিলেন। রুমা, যিনি বর্তমানে এডভোকেট নুরুল ইসলামের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন, সেই বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করেন নুরুল ইসলামের কাছে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ এপ্রিল জজ আদালতের উকিল লাইব্রেরিতে থাকা অবস্থায় সাংবাদিক জলিলকে প্রকাশ্যে চড়থাপ্পড় ও টানাহেঁচড়া করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এডভোকেট নুরুল ইসলাম।
এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফুটেজে দেখা যায়, বিনা উসকানিতে এবং পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।
ঘটনার পরপরই সাংবাদিক জলিল হবিগঞ্জ আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তিনি ন্যায়বিচার প্রত্যাশা করছেন। সাংবাদিক সমাজ এই ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন এবং অভিযুক্ত আইনজীবীর দ্রুত গ্রেফতার ও আইনজীবী সনদ বাতিলের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর বক্তব্য জানা সম্ভব হয়নি।