লাখাইয়ে সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও নেই কার্যক্রম, রোগীদের চরম দুর্ভোগ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও দীর্ঘ দেড়-দুই মাস ধরে তা কার্যক্রমে নেই। মূলত জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্সটি অচল অবস্থায় পড়ে রয়েছে। এতে করে উপজেলাজুড়ে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সে তেল না থাকায় রোগী পরিবহন কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে জরুরি রোগীদের দ্রুত জেলা সদর হাসপাতালে রেফার করা সম্ভব হচ্ছে না। অনেক সময় রোগীর পরিবার বাধ্য হয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে অতিরিক্ত খরচে রোগী নিয়ে যেতে হচ্ছে, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।
সেবা নিতে আসা কয়েকজন রোগীর স্বজন জানান, “সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও তা ব্যবহার করা যাচ্ছে না। জরুরি অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করলে অনেক সময়ই অ্যাম্বুলেন্স না পাওয়ায় জীবন ঝুঁকি বাড়ে। উপায় না পেয়ে অনেকেই ভাড়ায় গাড়ি নিয়ে যাচ্ছেন, এতে করে সময় ও অর্থ—দুটোই অপচয় হচ্ছে।”
এ নিয়ে রোগীদের সঙ্গে সংশ্লিষ্টদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে নিয়মিত। রোগীদের অভিযোগ, এমন দুরবস্থা চলতে থাকলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা।
এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন জানান, “সরকারি অ্যাম্বুলেন্সে বরাদ্দকৃত জ্বালানি কম। আগে স্থানীয় একটি তেলের পাম্প থেকে বাকিতে তেল নিয়ে মাস শেষে বিল পরিশোধ করা হতো। কিন্তু সম্প্রতি মালিক পরিবর্তনের কারণে তেল সরবরাহ বন্ধ রয়েছে। তাই অ্যাম্বুলেন্স চলাচল আপাতত বন্ধ রাখতে হয়েছে। বিষয়টি আমি জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে জানিয়ে রেখেছি।”
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রতন দীপ জানান, “বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছি। তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন। অচিরেই সমস্যার সমাধান হবে বলে আশা করছি এবং তখনই অ্যাম্বুলেন্স চালু করা সম্ভব হবে।”
উল্লেখ্য, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। সেখানে জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স কার্যক্রম বন্ধ থাকায় সরকারি সেবার প্রতি আস্থা হারিয়ে ফেলছেন সাধারণ মানুষ।