দিনাজপুরে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
দিনাজপুরে ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
আজ ১৮ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের পরদিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে এই মিছিল শুরু হয়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করে। এরপর তারা আবার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে মিছিল শেষ করেন।
শিক্ষার্থীদের মিছিলে অংশগ্রহণকারীরা সবাই কাফনের কাপড় পরে ও মাথায় সাদা কাপড় বেঁধে অংশ নেন। তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ে ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেই সঙ্গে কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলারও তীব্র নিন্দা জানান তারা।
শিক্ষার্থীরা জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে।
২. ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন করতে হবে।
৩. মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে।
৪. শিক্ষা ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে হবে।
৫. কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৬. শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।