খুলনায় ছাদে কাপড় নাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
খুলনায় ছাদে কাপড় নাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহানাজ পারভীন (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর খানজাহানআলী থানাধীন মাতমডাঙা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শাহানাজ পারভীন ওই এলাকার আল আমিন হোসেনের স্ত্রী। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা রয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকালে শাহানাজ পারভীন বাসার ছাদে শুকনো কাপড় নাড়ছিলেন। এ সময় অসাবধানতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে হাত লেগে যায়। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, লোকমুখে ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।