চোরাই ইজিবাইকসহ যুবক গ্রেফতার
খুলনার খানজাহানআলী থানা পুলিশ একটি চোরাই ইজিবাইকসহ মো. শাহাজাহান মোল্লা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি রাজবাড়ী জেলার রুপপুর এলাকার জব্বার মোল্লার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল খুলনার শিরোমনি বৈশাখী মার্কেটের সামনে থেকে সবুজ রঙের একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় ১৬ এপ্রিল খানজাহানআলী থানায় একটি চুরির মামলা (মামলা নম্বর-১১) দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইসতিয়াক আহম্মেদ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টায় রাজবাড়ী জেলার সদর থানা এলাকা থেকে চোরাইকৃত ইজিবাইকটি উদ্ধার করেন। একই সময় তিনি চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত শাহাজাহান মোল্লাকে তার নিজ এলাকা রাজবাড়ী রুপপুর থেকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।