৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মিছিল
ছয় দফা দাবিতে খুলনার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরীর বৈকালী মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর রাত সাড়ে ৯টার দিকে তারা সড়ক ছেড়ে দেয় এবং মিছিল সহকারে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায়।
শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-
১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল করে হাইকোর্টের মাধ্যমে তা রায় প্রদান,
২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি সুবিধা বাতিল,
৩. উপসহকারী প্রকৌশলী পদের জন্য ডিপ্লোমা পাশ শিক্ষার্থীদের সংরক্ষিত আসনে নিয়োগ নিশ্চিতকরণ—সহ আরও কয়েকটি দাবি।
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাতুল বলেন, “আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়কে অবস্থান নিয়েছি। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।