অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে এক নারীকে কুপিয়ে জখম
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা চন্দনগাতী গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে গুলনাহার বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তিনি ওই গ্রামের আব্দুল গফুর মোল্ল্যার স্ত্রী।
গত বুধবার (১৬ এপ্রিল) সকালে তার ওপর এ হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে সকাল ৯টার দিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী আব্দুল গফুর মোল্ল্যা বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অভয়নগর থানায় তিনজনের নাম উল্লেখসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমাকে না পেয়ে আমার স্ত্রী গুলনাহারকে অমানুষিকভাবে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তারা বাসার বাক্সে থাকা পান বিক্রির নগদ ৭০ হাজার টাকা এবং স্ত্রীর গলার একটি সোনার চেইন নিয়ে চলে যায়।”
বর্তমানে গুলনাহার বেগম আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, “অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”