রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে: নুর
রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, “লুটেরা-মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হবো।”
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
নুর বলেন, “ভুলে যাবেন না, এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেন নাই, জেলে যান নাই, নির্যাতনের শিকার হন নাই, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি। কাজেই আমাদের ধৈর্য্য পরীক্ষা করবেন না।”
তিনি ১/১১ সময়কার প্রসঙ্গ টেনে বলেন, “তখন যেমন কিছু রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল, এখনো একইভাবে ফ্যাসিস্ট শাসনের সুবিধাভোগী দুর্নীতিবাজ, চাঁদাবাজ, পাচারকারী ও টেন্ডারবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল।” কিন্তু তিনি দাবি করেন, বর্তমান সরকারের অধীনে এসব লোকজনকে সেইফ এক্সিট দিয়ে সুবিধা দেওয়া হচ্ছে।
নুর অভিযোগ করেন, এস আলম গ্রুপ ঘিরে কিছু পদক্ষেপ দেখা গেলেও বসুন্ধরা, ওরিয়ন, তমা কনস্ট্রাকশন, এনডিই এবং এশিয়াটিক গ্রুপের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এসব প্রতিষ্ঠানকে তিনি “ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক” বলে অভিহিত করেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, “লুটেরা-মাফিয়াদের রক্ষা করতে গেলে নিজেদের রক্ষা করা যাবে না।” নুরের দাবি, ২০২৪ সালের বাংলাদেশে ফ্যাসিস্ট লুটেরা-মাফিয়াদের কোনো জায়গা নেই।
শেষে তিনি আবারও আন্দোলনের হুমকি দিয়ে বলেন, “আমরা যদি আবার রাজপথে নামি, অনেক উপদেষ্টাকে দেশ ছাড়তে হবে।”
নুরুল হক নুরের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে, বিশেষ করে বর্তমান সরকারের কার্যক্রম ও নীতিনির্ধারকদের প্রতি অসন্তোষের প্রেক্ষাপটে।