পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ফেরত চাইল বাংলাদেশ
পাকিস্তানের কাছ থেকে পাওনা ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এ তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, “পাকিস্তানের সঙ্গে স্থবির সম্পর্ক জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এগিয়ে নেবে বাংলাদেশ।” তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে অমীমাংসিত ইস্যু সমাধানের জন্য আলোচনা করা হয়েছে এবং বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে।
এছাড়া, খুব শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালু হওয়ার বিষয়টিও নিশ্চিত করেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কে নতুন গতি আনতে বৈঠকে জোর দেওয়া হয়েছে।”
বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ, যাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান। পাকিস্তান, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে তা এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে।
এটি প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের মধ্যে প্রথম বৈঠক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের শেষে ঢাকা সফর করার কথা রয়েছে, এবং তার সফরের বিষয়বস্তু চূড়ান্ত করতেই পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেন।