ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

চেকপোস্ট ডেস্ক::

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিক্ষুদ্ধ জনতা তিনটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে জেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমপুর গ্রামের ওই তিনটি বাড়িতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। স্থানীয়রা তাদের বারবার নিষেধ করলেও তারা কার্যক্রম বন্ধ করেনি। এ বিষয়ে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করা হয়, তবে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

এরপর বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়রা প্রতিবাদ সভা আয়োজন করে, যার পরিণতিতে বিক্ষুব্ধ জনতা ওই তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

বোয়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলার ফলে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং তাদের অভিযোগের পরও ইউএনও কোনো ব্যবস্থা নেননি।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, “স্থানীয় জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় ১১:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিক্ষুদ্ধ জনতা তিনটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে জেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমপুর গ্রামের ওই তিনটি বাড়িতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। স্থানীয়রা তাদের বারবার নিষেধ করলেও তারা কার্যক্রম বন্ধ করেনি। এ বিষয়ে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করা হয়, তবে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

এরপর বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়রা প্রতিবাদ সভা আয়োজন করে, যার পরিণতিতে বিক্ষুব্ধ জনতা ওই তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

বোয়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলার ফলে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং তাদের অভিযোগের পরও ইউএনও কোনো ব্যবস্থা নেননি।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, “স্থানীয় জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”