খুলনায় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি, এলাকায় আতঙ্ক
খুলনা নগরীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করেছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে বসুপাড়া কবরখানা গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে বসুপাড়া কবরস্থান গেট সংলগ্ন ‘এন এম ফার্মেসি’ লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানের কাঁচ ভেদ করে দেওয়ালে লাগে এবং সেখানে ছিদ্র হয়। এ সময় আশপাশের লোকজন আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়।
দোকানটি আতিকুর রহমান নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন বলে জানা গেছে, যিনি হাজী ইসমাইল লিংক রোড এলাকার বাসিন্দা। এলাকাবাসী ধারণা করছেন, আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের কাজ করা হয়েছে। স্থানীয়রা আরও জানান, ওই দোকানে ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হাফিজুর রহমান মনি নিয়মিত বসতেন, তবে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
ঘটনার পর খবর পেয়ে সোনাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই গুলির সত্যতা নিশ্চিত করে বলেন, “এক রাউন্ড গুলি করা হয়েছে। তবে সন্ত্রাসীরা কোন দিক দিয়ে পালিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।