লাখাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক দুটি অভিযানে ৩০ পিস ইয়াবা উদ্ধার এবং এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বামৈ পূর্ব গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে কাজল মিয়া এবং সন্তোষপুর গ্রামের শিশু মিয়ার ছেলে আমির মিয়া।
লাখাই থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) প্রনয় কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ারুল হক এর নেতৃত্বে পুলিশের একটি দল মানপুর এলাকায় অভিযান চালায়। এ সময় কাজল মিয়ার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পরে বুধবার দিবাগত রাতে এএসআই আনোয়ারুল হক এর নেতৃত্বে পুলিশ সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামি আমির মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী ইয়াবা উদ্ধার এবং আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজল মিয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গ্রেপ্তারকৃত দুই আসামিকে হবিগঞ্জ জেলা সদরের আদালতে সোপর্দ করা হয়েছে।”