জামালপুরে মাকে কুপিয়ে হত্যা: ছেলে মঞ্জু গ্রেপ্তার
জামালপুর শহরতলীর চন্দ্রা ঘুন্টি এলাকায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচর গ্রামের দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সকালে গাছ বিক্রির টাকা নিয়ে মা মঞ্জিলা বেগম জিরার (৫০) সঙ্গে ছেলে মঞ্জুর (৩০) তুমুল কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মঞ্জু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে এবং পাশে থাকা গাছ কাটতে আসা একজন শ্রমিককে আহত করে। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।
নিহত মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মঞ্জুকে গৌরীপুরে তার বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, “আলোচিত এই হত্যাকাণ্ডের একমাত্র আসামিকে আমরা ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।