কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজশাহীতে এক কলেজছাত্রীকে এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুন্না ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প থেকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রী বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না তার একটি এডিট করা নগ্ন ছবি ইমেইলের মাধ্যমে পাঠিয়ে হুমকি দেন। পরে বিভিন্ন নামে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে আরও ছবি পাঠাতে থাকেন।
এছাড়া অভিযুক্ত মুন্না সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে ছাত্রীর পরিচিতজনদের কাছেও ওই ছবি ছড়িয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মুন্নাকে শনাক্ত করে। পরে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।