কালাইয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত প্রশিক্ষণটি ২০২৪-২৫ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। মূলত কৃষক ফিল্ড স্কুল (Farmer Field School) ও সার্টিফিকেশন বিষয়ক ধারণা এবং উদ্যোক্তা তৈরিতে সহায়তা করাই ছিল এ প্রশিক্ষণের উদ্দেশ্য।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রাহেলা পারভীন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার অতিরিক্ত উপ-পরিচালক শহিদুল ইসলাম, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান।
কালাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী ও উদ্যোক্তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তারা আধুনিক কৃষি ব্যবস্থাপনা, ফসলের গুণগত মান, বাজারজাতকরণ ও উদ্যোক্তা হওয়ার নানা দিক সম্পর্কে অবহিত হন।
প্রশিক্ষণার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা এই ধরনের প্রশিক্ষণকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। কৃষকরা আশা করছেন, এই প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে কৃষি উৎপাদন ও বিপণনে সহায়ক হবে।