মাধবপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মা-বোন গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে সানজিদা আক্তার (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুন্ধাদিল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত সানজিদাকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এরপরই হাসপাতাল থেকে পালিয়ে যায় স্বামী ও স্বজনরা।
ঘটনার পরপরই মাধবপুর থানা পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে গৃহবধূর শাশুড়ি জামেলা খাতুন (৫৫) এবং তার স্বামী পরিত্যক্তা মেয়ে রাশেদা বেগম রাসু (৩৫) কে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহতের বাবা মাথু মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, সানজিদার সঙ্গে মাধবপুর উপজেলার মাসুক মিয়ার ছেলে মিজানুর রহমান এর তিন মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়েটির ওপর শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন চালাতো।
সানজিদার বাবা অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।”