খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, নকলনবিশের ব্যাগে মিলল ৭০ হাজার টাকা
খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে এই অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। তিনি জানান, সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার সরাসরি প্রমাণ পাওয়া গেছে। ছদ্মবেশে অফিসে প্রবেশ করে দেখা যায়, দালালরা দলিল রেজিস্ট্রেশনের জন্য ঘুষ দাবি করছে। পরে অভিযান চালিয়ে সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডল, অফিস সহকারী ফারুক হোসেনসহ একাধিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় নকলনবিশ রাসেল শিকদারের ব্যাগ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকার উৎস জানতে চাওয়া হলে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। এছাড়া, অফিসের মোহরার অরুণ কুমার বিকালে আর্থিক লেনদেন করেন, যার ব্যাখ্যাও তিনি দিতে পারেননি।
অন্যদিকে, নকলনবিশ মিতা বেগমের ব্যাগে পাওয়া গেছে ব্যাংকে টাকা জমার তথ্য ও একটি এফডিআরের কাগজপত্র। এ বিষয়েও তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।
সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, “ঘটনার বিস্তারিত জেলা রেজিস্ট্রারকে জানানো হয়েছে এবং কমিশনকেও সার্বিক বিষয় অবহিত করা হবে। অভিযানের তথ্য ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সেবাগ্রহীতারা জানিয়েছেন, দলিল রেজিস্ট্রেশন, নকল উত্তোলনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে ঘুষ ও হয়রানি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুদকের এমন অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।