অসুস্থ ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রী রিয়ামনিকে বয়কটের ঘোষণা হিরো আলমের
নিজের পালক পিতার মৃত্যুর দিনে পাশে না থাকার অভিযোগ এনে স্ত্রী ও মডেল রিয়ামনিকে ‘জীবন থেকে বয়কট’ করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রাজ্জাক। শৈশবে হিরো আলমকে দত্তক নেওয়া এই ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হিরো আলমের প্রকৃত বাবা মারা যান ২০১৭ সালে।
আবদুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়ে হিরো আলম তার ফেসবুক পোস্টে লেখেন, “রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়ায়… তার পরিবারে কেউ আমার বাবাকে দেখতে আসেনি।”
তিনি আরও লেখেন, “রিয়ামনি মায়ামনি ঢাকা শহরের বিভিন্ন বারের ডান্সার। আমি তাকে ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ছেড়ে দেওয়া গরু কখনো ঘরে বন্দি করে রাখা যায় না। খুব তাড়াতাড়ি সবাই বুঝতে পারবেন, সে আসলে কেমন।”
রিয়ামনির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি হিরো আলম। শুধু অনুরোধ করেছেন, তার বাবার আত্মার শান্তির জন্য সবার দোয়া।
উল্লেখ্য, মডেল রিয়ামনির সঙ্গে কাজ করতে গিয়েই প্রেমে জড়ান হিরো আলম। পরে তাকে বিয়ে করেন। এ সম্পর্কের কারণে হিরো আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান তাকে ডিভোর্স দেন। রিয়ামনির সঙ্গে তিনি একাধিক গান ও ভিডিও কনটেন্টে জুটি বাঁধেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।