পহেলা বৈশাখের মোটিফ নির্মাণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন
পহেলা বৈশাখের শোভাযাত্রায় বিতর্কিত মোটিফ তৈরির ঘটনায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রাজধানী ঢাকায় আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ ব্যবহার করা হয়, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ধারণা করা হচ্ছে, ওই মোটিফ তৈরির সঙ্গে মানবেন্দ্র ঘোষ যুক্ত ছিলেন—এই সন্দেহ থেকেই তার বাড়িতে হামলা চালানো হয়ে থাকতে পারে।
তবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “আমি কেবল বাঘের একটি মোটিফ তৈরি করেছি। ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’-এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।” তিনি আরও বলেন, “ঘটনার পর পরিবার নিয়ে গভীর নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, “ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এই কাজ করেছে তা দ্রুত উদ্ঘাটন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।