খুলনায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ট্রেন অবরোধ, তিন ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
খুলনায় ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে নগরীর বয়রা জংশন এলাকায় রুপসা এক্সপ্রেস ট্রেন আটকে দেওয়ার মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনে খুলনা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক এবং ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। আন্দোলনকারীদের অন্যতম শিক্ষার্থী হানিফ আকাশ জানান, “আমরা ৬ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। এর মধ্যে রয়েছে: ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি সুবিধা বাতিল এবং উপসহকারীদের সংরক্ষিত পদের বিপরীতে দ্রুত নিয়োগ প্রদান ইত্যাদি।”
খুলনা রেল স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, “সকাল ৯টা ১৫ মিনিটে খুলনা স্টেশন থেকে ছেড়ে যাওয়া রুপসা এক্সপ্রেস ট্রেনটি বয়রা জংশনের কাছে শিক্ষার্থীরা আটকে দেয়। ফলে স্টেশনে চিত্রা, রকেট ও মহানন্দা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে।”
রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করার পর প্রশাসনের মধ্যস্থতায় শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলে বেলা সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
এ ঘটনায় যাত্রীরা ভোগান্তিতে পড়লেও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।