চাঁপাইনবাবগঞ্জে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলার ২ নম্বর গোবরাতলা ইউনিয়নের মহিপুর ডিগ্রি কলেজ মোড়ে স্থানীয় জনগণের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে মহিপুর মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সমাবেশে বক্তব্য রাখেন মুনসেফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির, সহকারী অধ্যক্ষ মোঃ আকবর আলি, মহিপুর ডিগ্রি কলেজের প্রভাষক আবুল হাসান ও মোঃ এনামুল হক, সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন এবং জাবের আল মামুন।
বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব মুসলিম উম্মাহ ও মানবতাবাদী জনগণের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে ব্যাপক গণসম্পৃক্ততা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।