আ.লীগ নেতার গোয়ালঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৯১ বস্তা চাল জব্দ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর ৯১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় আরাফাত সরকার (২১) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিখাঁ গ্রামের একটি গোয়ালঘর থেকে চালগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তি আরাফাত সরকার আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার মিজানুর রহমান তিনদিন ধরে ওএমএস চাল বিতরণ করছিলেন। আরাফাত সরকার লোকজনের কাছ থেকে কম দামে চাল কিনে গোয়ালঘরে মজুত করে রাখেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ৩০ কেজি ওজনের ৯১ বস্তা চাল জব্দ করে।
তারাকান্দা থানার এসআই মো. নাসির উদ্দিন বলেন, “এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ড এবং পুরো বিষয়টি তদন্ত করা হবে।” পুলিশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন।
ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, চালগুলো থানায় রাখা হয়েছে এবং আরাফাত সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে বুধবার (১৭ এপ্রিল) আদালতে পাঠানো হবে।