ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত যুবক আটক

চেকপোস্ট প্রতিবেদক::

রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায় করার ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। মো. আশরাফুল (২৩) নামের এই যুবক রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করতেন, এবং তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম অভিযুক্ত যুবককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদা আদায়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালায় এবং আশরাফুলকে আটক করে।

ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন এবং প্রাইভেটকার মালিকের সঙ্গে কথা কাটাকাটি করছেন। প্রাইভেটকারের মালিক এই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে যুবকটি বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’। এরপর প্রাইভেটকার মালিকের স্ত্রী যুবকের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক যুবককে বলেন, ‘রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম।’ এরপর যুবকটি প্রাইভেটকারের মালিকের ভিডিও করার বিষয়টি লক্ষ্য করেন এবং ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’ বলে চুল নাড়িয়ে সেখান থেকে চলে যান।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর পরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। তিনি জানান, এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত যুবক আটক

আপডেট সময় ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায় করার ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। মো. আশরাফুল (২৩) নামের এই যুবক রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করতেন, এবং তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম অভিযুক্ত যুবককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদা আদায়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালায় এবং আশরাফুলকে আটক করে।

ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন এবং প্রাইভেটকার মালিকের সঙ্গে কথা কাটাকাটি করছেন। প্রাইভেটকারের মালিক এই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে যুবকটি বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’। এরপর প্রাইভেটকার মালিকের স্ত্রী যুবকের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক যুবককে বলেন, ‘রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম।’ এরপর যুবকটি প্রাইভেটকারের মালিকের ভিডিও করার বিষয়টি লক্ষ্য করেন এবং ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’ বলে চুল নাড়িয়ে সেখান থেকে চলে যান।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর পরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। তিনি জানান, এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।