মিরপুরে স্বামী-স্ত্রীর ইয়াবা কারবার, ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেফতার
রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকা থেকে কোটি টাকার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতার হওয়া ওই নারীর নাম সাথী আক্তার রিক্তা (২৮)। এসময় তার স্বামী ও মূল সহযোগী সানজিদ হোসেন পালিয়ে যান।
ডিএনসির দক্ষিণ কার্যালয়ের উপপরিচালক মানজুরুল ইসলাম মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এ তথ্য জানান।
মানজুরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের একটি বাসায় অভিযান চালিয়ে সাথী আক্তার রিক্তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য আনুমানিক এক কোটি দুই লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাথী স্বীকার করেছেন, তিনি ও তার স্বামী ভাড়া বাসায় বসেই ইয়াবা কারবার পরিচালনা করতেন। তারা টেকনাফ থেকে বড় চালানে ইয়াবা এনে ঢাকাসহ আশেপাশের এলাকায় পাইকারি সরবরাহ করতেন। সাথী আরও জানান, চালান আনার সময় তিনি নিজেও প্রায়ই স্বামীর সঙ্গে টেকনাফে যেতেন।
ডিএনসির উপপরিচালক বলেন, “গ্রেফতার সাথীর স্বামী সানজিদ হোসেন এখনো পলাতক। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।